বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ধারাবাহিক মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর অংশ হিসেবে সোমবার (২৫ নভেম্বর) গোপালগঞ্জের কোটালিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদলের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান পলাশ, এবং যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।
সভায় উত্থাপিত বিষয়:
ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেন,
“বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা এই লক্ষ্য পূরণের দিকনির্দেশনা দিচ্ছে।”
তিনি আরও বলেন,
“স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার সহযোগীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। সচেতন ছাত্রসমাজকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রয়োজনে রাজপথে নেমে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হবে।”
ছাত্রসমাজের ভূমিকা:
সভায় ছাত্রদল নেতারা ছাত্রসমাজকে জাতীয় উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া তারা শিক্ষার্থীদের বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।