শিরোনাম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

বুধবার দুপুরে, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা মিছিলসহকারে এসে সড়কে বসে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা কার্যালয়ের প্রবেশদ্বারের সামনে অবস্থান নিচ্ছেন। তাদের ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যার মধ্যে পুলিশ ও এপিবিএনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা রয়েছেন।

এসময় অবস্থানকারীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এখানে একত্রিত হয়েছেন। তাদের মূল দাবি হলো—আহতদের জন্য নির্ধারিত শ্রেণিবিন্যাসে যে বৈষম্য রয়েছে, তা সংশোধন করতে হবে এবং শহিদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসে, ততক্ষণ তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ এবং উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।