শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
ছবি : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক নেতারা একে একে ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হতে থাকেন। জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি দল বৈঠকে যোগ দেন। বিএনপি ও জামায়াত ছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • প্রধান উপদেষ্টা
  • রাজনৈতিক দল
  •