শিরোনাম

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না—এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এ সভা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের অংশগ্রহণে একটি রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজে বৈঠকে সভাপতিত্ব করেন। এতে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং শুধুমাত্র উপদেষ্টারাই এই বৈঠকে অংশ নিতে পারেন—বাইরের কাউকে উপস্থিত রাখা হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ড. মাহমুদ। তিনি জানান, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। তিনি এমন কিছু বলেনওনি। তিনি আমাদের সঙ্গেই থাকছেন। আমাদের উপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা এভাবে ফেলে রেখে যাওয়া সম্ভব নয়। কাজ করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, সেগুলো আমরা সবার মধ্যে আলোচনা করেছি এবং এখন সেই সমস্যাগুলোর সমাধান করে দায়িত্ব পালন অব্যাহত রাখবো।”

এর আগে গত বৃহস্পতিবার একটি অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপদেষ্টাদের জানান, তিনি পদত্যাগের চিন্তা করছেন। বিভিন্ন মহলের প্রতিবন্ধকতা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতার অভাবে কার্যকরভাবে কাজ করতে পারছেন না—এমন হতাশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সূত্রে, যিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

ঘটনাটি সামনে আসার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থাকার আহ্বান জানানো হচ্ছে।