পুলিশ সদস্যদের কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
১. পুলিশের ঝুঁকি ভাতা সংক্রান্ত প্রচলিত সীমাবদ্ধতা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা।
প্রধান উপদেষ্টা জেলার পারফরম্যান্সের ভিত্তিতে পুলিশ বাহিনীকে শ্রেণিবদ্ধ করার নির্দেশ দেন। তিনি অপেক্ষাকৃত কম কার্যকর জেলা পুলিশের দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
এছাড়া, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় নির্ধারণে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।