শিরোনাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ দিন আগে
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিনি সন্ধ্যা ৭টায় এ ভাষণ প্রদান করবেন।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হবে তার বক্তব্য।

গত ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।