আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
এর আগে, রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন মহানগরের পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও ক্রাইম টিমের সদস্যসহ মোট ১২৭ জন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) স্বাগত বক্তব্য দেন।
সভায় ৫ আগস্টের পর পুলিশের নেওয়া নানা উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের নেওয়া পদক্ষেপ ও নৈতিকতা পুনরুদ্ধারে গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। তার আগে, সোমবারের এ বিশেষ বৈঠকের মাধ্যমে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।