শিরোনাম

বড়দিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

বড়দিন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও সমর্থনের বার্তা দেন।

অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণকারী নেতারা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তৃতা করেন:

  • আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ (বাংলাদেশ ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু)
  • বিশপ ফিলিপ পি অধিকারী (ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি)
  • নির্মল রোজারিও (বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট)
  • ইগ্লাসিওস হেমন্ত কোড়াইয়া (বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের মহাসচিব)
  • ড্যানিয়েল নির্মল ডি’কস্তা (বাংলাদেশ খ্রিষ্টান মহাজোটের প্রেসিডেন্ট)

নেতাদের বার্তা

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর বক্তব্যে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের কথা উল্লেখ করে বলেন, “প্রফেসর ইউনূস জ্ঞানী, সৎ এবং সবার আস্থাভাজন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক হিসেবে গড়ে উঠবে। আমাদের প্রার্থনা, ভালোবাসা, মমত্ববোধ, ভ্রাতৃত্ব এবং ক্ষমাশীলতার চেতনা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। খ্রিষ্টান সম্প্রদায় তাঁর পাশে রয়েছে।”

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা বড়দিন উপলক্ষে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য আড়াই কোটি টাকা অনুদান প্রদানে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুদান দেশের বিভিন্ন চার্চে বণ্টন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বক্তব্য

শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “আজ বড়দিন উপলক্ষে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশে আমরা সবাই এক পরিবার। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ—এ ধরনের বিভাজন চাই না। সবাই মিলে একত্রে থাকতে চাই, এটিই আমাদের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “মানুষ পরিচয় আগে, ধর্ম পরিচয় পরে। সব ধর্মেই শান্তির বাণী আছে, যা নিজের মধ্যে ধারণ করতে হবে। তখন অন্য ধর্মের সঙ্গেও বিভেদ দূর হবে। আমাদের সন্তানরা একটি সুন্দর শৈশব পাবে।”

উপহার ও শুভেচ্ছা

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটি বাইবেল উপহার দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল
  • শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
  • পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান