শিরোনাম

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি সংগৃহীত

টানা শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার জনপদ দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে। গত তিন দিন ধরে এ জেলার তাপমাত্রা এক অংকের ঘরে অবস্থান করছে। রোববার (১৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা আরও কমে ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তা যথেষ্ট উষ্ণতা দিতে পারছে না। এর সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।

শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, শীত উপেক্ষা করেও শ্রমজীবী মানুষ কাজে বেরিয়েছেন। তবে অনেকেই কাজের সন্ধানে ঘুরে দীর্ঘ অপেক্ষার পর কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। আবার যারা কাজ করছেন, তারাও শীতের তীব্রতার কাছে হার মানছেন।

ইজিবাইক, ভ্যান এবং রিকশা চালকেরাও যাত্রী সংকটে পড়েছেন। শীতের কারণে তাদের উপার্জন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি ছিন্নমূল ও ভাসমান মানুষজন খোলা আকাশের নিচে শীতের রাতে কাটাচ্ছেন। শীতবস্ত্রের অভাবে তাদের কষ্ট আরও বেড়েছে, তবে এখনো তারা কোনো সহায়তা পাননি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে পরে আবারও কমার সম্ভাবনা রয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • চুয়াডাঙ্গা
  •