শিরোনাম

আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে এসব তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতে এবং সকালে কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে, এবং তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, আগামী পাঁচদিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।