পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ক্রিকেটের সব ফরম্যাটেই বাংলাদেশ এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।
ঐতিহাসিক এই জয়ের পর জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।”
উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে বড় জয় পেয়েছিল। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
বিদেশের মাটিতে খেলা ৩৪টি সিরিজের মধ্যে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয় লাভ করেছিল।