শিরোনাম

তৃতীয় দিনের সংলাপে ঐকমত্য কমিশন, আজ মতামত দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ চলছে। রোববার (২৩ মার্চ) প্রথমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এছাড়া, আজকের বৈঠকে বিএনপি ও এনসিপির মতামত দেওয়ারও কথা রয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক শুরু হয়। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

সংলাপে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্বে ছয় সদস্যের সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মতামত দিয়েছিল। আজকের বৈঠকে সেই মতামতের ওপর আলোচনা করা হচ্ছে।

এছাড়া, দুপুরে বিএনপি, এনসিপি এবং সিপিবি সংস্কার প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত প্রদান করবে বলে জানা গেছে।