শিরোনাম

মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার মুজিব বর্ষ উদযাপনের জন্য চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে মুজিব বর্ষ উদযাপনের জন্য ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,২৬১ কোটি টাকা ব্যয়ের তথ্য উপস্থাপন করা হয়। এরপর ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ রহিত করার বিষয়ে নীতিগত এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পরবর্তী ধাপে সরকার আইনি প্রক্রিয়া শুরু করবে।

এছাড়া ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদযাপনের প্রস্তাব বৈঠকে অনুমোদিত হয়।

অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের উদ্দেশ্যে ‘দ্য বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।