শিরোনাম

ভারতের সঙ্গে নীরবতা-নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে আর একতরফা সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি মন্তব্য করেন যে, আওয়ামী লীগ সরকার অতীতে অনেক ক্ষেত্রেই ভারত সম্পর্কে নীরব বা নিষ্ক্রিয় থাকলেও সেই সময় এখন শেষ হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর এলাকার বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে এ কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা।

তিনি বলেন, সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকেও থাকে, সেই দিনগুলো শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, নদীর পানি নিয়ে শুধু রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতির বিষয়ও বটে। আমি জনগণের দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলো দেখতে এসেছি। স্থানীয় জনগণের মতামত জানতে এসেছি, তারা কীভাবে এই সমস্যার সমাধান চান। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

রিজওয়ানা হাসানের পর্যবেক্ষণ হলো, প্রতিবেশী দেশের নদীগুলোতে কোথায় বাঁধ রয়েছে এবং কতটুকু পানি হলে তারা পানি ছাড়বে, তা আগে জানানো হলে হয়তো বন্যা প্রতিরোধ করা যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত।

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যা এবং ভাঙন প্রতিরোধে করণীয় নিয়ে এক গণশুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের।

  • usharbani
  • ঊষারবাণী
  •