রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) যাত্রাবাড়ীতে তিনটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
দুপুরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী লাঠি ও লোহার রড নিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সংঘর্ষে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়ে ভবন ভাঙচুর করা হয় এবং মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
এ হামলার ঘটনা ঘটে একদিন আগে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিক্রিয়ায়, যেখানে এক ডজনেরও বেশি কলেজের শিক্ষার্থীরা জড়িত ছিল।