শিরোনাম

দশম শ্রেণিতে বিভাগ চালু ২০২৫ সাল থেকে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

নবম শ্রেণিতে ফের বিভাগ চালু, ২০২৬ সালে এসএসসি পরীক্ষা পুরনো শিক্ষাক্রমে

আওয়ামী লীগ সরকারের নতুন কারিকুলামে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ তুলে দেওয়া হলেও, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণিতে পুনরায় বিভাগ চালু করা হবে।

এনসিটিবির চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, আগামী বছর দশম শ্রেণির শিক্ষার্থীরা মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পছন্দ করতে পারবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নতুন বইও সরবরাহ করা হবে, যেখানে সংক্ষিপ্ত পাঠ্যসূচি থাকবে, যাতে তারা এক শিক্ষাবর্ষেই সম্পূর্ণ শিখন কার্যক্রম শেষ করতে পারে।

এছাড়া, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যেই বর্তমান নবম শ্রেণির জন্য একটি সংশোধিত সিলেবাস পাঠানো হয়েছে। আগামী বছরের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপানোর কাজও শুরু হয়েছে।

২০২৫ সাল থেকে পুনরায় বিভাগ চালু এবং ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা পরিচালনার এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষে সিলেবাস সম্পন্ন করতে পারবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • মাউশি
  • শিক্ষা
  • শিক্ষা মন্ত্রণালয়
  •