শিরোনাম

কার্যালয়ে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ছবি সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১৪টি আউটসোর্সিং পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় বিক্ষুব্ধ কর্মীরা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘ প্রতিশ্রুতি সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, যা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

রোববার সকাল ১১টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এ বিক্ষোভ শুরু হয়। কর্মীরা অভিযোগ করেন, পর্যাপ্ত কর্মী না থাকায় কাজের চাপ বাড়ছে এবং গুরুত্বপূর্ণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অথচ এই সংকট সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

বিক্ষুব্ধ কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের দাবির বিষয়ে স্পষ্ট উত্তর চান।

অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা চান।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অধিদপ্তরের সামনে উপস্থিত হয়েছে।

এ বিষয়ে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। তবে এইভাবে বিক্ষোভ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অধিদপ্তরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।