ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর এবার ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। এ কর্মসূচি আগামী বুধবার শুরু হবে এবং আখাউড়ায় গিয়ে শেষ হবে।
যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আজ বা কাল আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক অস্থিরতার প্রতিবাদে এই লংমার্চ আয়োজন করা হচ্ছে।
ঢাকা থেকে গাড়ি বহর নিয়ে নেতাকর্মীরা আখাউড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। পথে বিভিন্ন জেলার নেতারা এতে যোগ দেবেন। আখাউড়ায় একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রোববার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি জমা দেওয়া হয়।
সকাল সাড়ে ৯টা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জমায়েত হন। তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন। কর্মসূচিতে জাতীয় পতাকা, ফেস্টুন এবং দলীয় পতাকা বহন করতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।