শিরোনাম

সাত কলেজ নিয়ে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এটির নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।

এই সাত কলেজ হলো—

  • ঢাকা কলেজ
  • ইডেন মহিলা কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  • শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • কবি নজরুল সরকারি কলেজ
  • মিরপুর বাংলা কলেজ
  • সরকারি তিতুমীর কলেজ

তবে পরিচালনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনার অভিযোগের কারণে শিক্ষার্থীরা গত বছরের অক্টোবর থেকে অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করে।

কমিটি দীর্ঘ তিন মাস ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকসহ নানা কার্যক্রম পরিচালনা করে।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি ইউজিসি সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করার উদ্যোগ নেয়।