শিরোনাম

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ আগামীকাল ১৮ মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত স্থানগুলোর মধ্যে রয়েছে— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেটের আশপাশের এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন অঞ্চল।

আইএসপিআর জানায়, জনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়া, নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।