ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তবে এ ইস্যুতে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে সম্পৃক্ত করা হবে কি না, সে সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।
এদিকে, দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ্যাগ্রিমো এখনও মেলেনি বলে জানান রফিকুল আলম। তিনি বলেন, সাধারণত এ ধরনের অনুমোদন পেতে আড়াই থেকে তিন মাস সময় লাগে, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসছেন।