শিরোনাম

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি : প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে ভুল ব্যাখ্যা: প্রেস সচিবের বক্তব্য

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার বছরের মেয়াদ সম্পর্কে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চার বছরের মেয়াদ নিয়ে বিভ্রান্তি

প্রেস সচিব বলেন, “অনেকে ভুল হেডলাইন তৈরি করছেন। ড. মুহাম্মদ ইউনূস চার বছরের কথা বলেননি। কিছু লোক পার্লামেন্টের মেয়াদ চার বছর করার প্রস্তাব দিয়েছে। সেই প্রেক্ষাপটেই এই বিষয়ে আলোচনা এসেছে। তবে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এমন কিছু বলা হয়নি।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত। এর মেয়াদ কী হবে তা নির্ভর করবে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর।”

বিএনপির সমালোচনার জবাব

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ উল্লেখ না থাকার বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে প্রেস সচিব বলেন, “নির্বাচন কমিশনের গঠনই রোডম্যাপের অংশ। গণমাধ্যম সংস্কার কমিশনও স্বাধীনভাবে কাজ করছে। কমিশনের প্রধান সদস্যদের নিজ বিবেচনায় নির্বাচন করেছেন।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

শফিকুল আলম আরও বলেন, “বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। পুলিশের সাম্প্রতিক প্রতিবেদনে এর প্রমাণ পাওয়া যায়।”

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা শান্ত হন। সাত কলেজের সমস্যা নিয়ে আলোচনা চলছে এবং আমরা আশাবাদী দ্রুত সমাধান আসবে।

  • অন্তর্বর্তী সরকার সংবাদ
  • অন্তর্বর্তী সরকারের মেয়াদ
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি
  • আল জাজিরা সাক্ষাৎকার
  • গণমাধ্যম সংস্কার কমিশন
  • চার বছরের মেয়াদ বিতর্ক
  • ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকার
  • তিতুমীর কলেজ আন্দোলন
  • নির্বাচন রোডম্যাপ
  •