শিরোনাম

দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে

বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার কিছু আগে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল সাড়ে ৫টায় (স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা) তিনি ঢাকার উদ্দেশে বাকু ত্যাগ করেন।

ড. ইউনূস গত সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানে যান। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বক্তব্য প্রদান ছাড়াও বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস। তার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও শ্রমখাতের উন্নয়নের অগ্রাধিকার বিষয়ে আলোচনা করেন। তিনি মে’কে বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল সমৃদ্ধ একটি বই উপহার দেন।

১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা কপ-২৯ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু আর্থিক প্রতিশ্রুতি পূরণ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানানো হয়েছে।

  • ড. মুহাম্মদ ইউনূস
  • বাংলাদেশ
  •