শিরোনাম

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

গত তিন দশকের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বৈঠকের কোনো উদাহরণ নেই। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকা ও নিউ ইয়র্কের উর্ধ্বতন সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ড. ইউনূস এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যকার বৈঠক চূড়ান্ত করা হয়েছে।

এই প্রেক্ষিতে, ড. ইউনূস ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে একদিন আগে, ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হওয়া বিরল। গত তিন দশকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে জাতিসংঘ অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্টের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বরাবরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে এবং অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। এছাড়াও ড. ইউনূসের জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

Krishibid Group Real Estate-ads