অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, চীন সফরের মূল লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করা। পাশাপাশি, দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে এবং আশা করা হচ্ছে, শিগগিরই এ সমস্যাগুলো সমাধান হবে।
এ সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফরের আগে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি।
শফিকুল আলম আরও জানান, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে কাঙ্ক্ষিত সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন যে, সংস্কার প্রক্রিয়া আন্তর্জাতিক নয়, বরং দেশের নিজস্ব উদ্যোগের মাধ্যমেই বাস্তবায়িত হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত থাকলেও, বাংলাদেশ সরকার সে সহযোগিতা গ্রহণ করবে কি না, তা এখনও চূড়ান্ত নয়।
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এতে বাংলাদেশের ক্ষতির আশঙ্কা থাকলেও, সরকারের দৃষ্টিতে এটি সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মূল্যায়নের সঙ্গে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, ৮ বিলিয়ন ডলার ক্ষতি হবে—এ ধারণা সঠিক নয়। বরং সরকার চাঁদাবাজি দমন, কর হ্রাস ও বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে, যার ফলে দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে রয়েছে।