শিরোনাম

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

হালনাগাদ শেষে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এরপর দাবি ও আপত্তি নিষ্পত্তি করে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে ইসির।

গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এ উপলক্ষে কমিশন সাংবাদিকদের সাড়ে ১০টায় একটি ব্রিফিং করবে।

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রতি বছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হয়। এখন পর্যন্ত ১৭ লাখ তথ্য ইসির কাছে রয়েছে, যা ১ জানুয়ারি ২০২৫ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এই তথ্য পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। আনুমানিক ৪৫ লাখ হতে পারত এই সংখ্যা। তিনি জানান, ১৭ লাখ তথ্যের মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল, আর বাকি ৪ লাখ তথ্য চলতি বছর সংগৃহীত। ইসির ধারণা ২৭ থেকে ২৮ লাখ ভোটার যোগ্য হতে পারে, তবে কিছুটা কমবেশি হতে পারে। যারা বাদ পড়েছেন, তাদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করা হবে। পাশাপাশি ২০২৫ সালে যারা ভোটার হবেন, তাদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। এই কার্যক্রম আগামী মার্চের পর থেকে শুরু হবে।

এদিকে, ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।