শিরোনাম

ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে: সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যদি নির্বাচন কমিশন (ইসি) কোনোভাবে ব্যর্থ হয়, তবে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে পিছিয়ে পড়বে দেশ।

রোববার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্নও পিছিয়ে যাবে। এটি শুধু একটি প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, বরং অনেক মানুষের আত্মত্যাগের প্রতি অসম্মান হবে। তাই আমাদের জন্য এটি একটি কঠিন পরীক্ষা।”

তিনি আরও বলেন, এবার মানুষের মধ্যে নির্বাচন কমিশন নিয়ে প্রত্যাশা বেড়েছে। রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকলেও, সময়মতো তারা একটি অভিন্ন সমঝোতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী।

তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা জরুরি নয় বলে মনে করেন সিইসি। তবে জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, “১৮ কোটি মানুষের স্বার্থকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে। সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের জন্য কমিশন তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারে, এমনকি এ বিষয়ে স্বাক্ষরও নেওয়া যেতে পারে।”

সিইসি আরও বলেন, “নির্বাচন ব্যবস্থাপনায় কারসাজি করে জেতা সম্ভব, তবে তা দীর্ঘমেয়াদে কারও জন্য ভালো ফল বয়ে আনে না—না ব্যক্তি, না দল, না দেশ।”