বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতরা। এই বৈঠকটি দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এই তথ্য জানান।
“তিনি জানান, ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত এবং ইইউ রাষ্ট্রদূতসহ মোট ২৮ জনের বৈঠক হবে। এটি বাংলাদেশ এবং ইইউ-এর সম্পর্ক আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।”
আলোচনায় জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু প্রধান বিষয় হিসেবে থাকবে। এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করা হবে।
রফিকুল আলম বলেন, এই যৌথ সভায় বাংলাদেশের সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রসমূহ এবং ইইউ-এর দ্বিপাক্ষিক সম্পর্ক, নতুন সহযোগিতা ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস সুবিধা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন, এবং টেকসই ভবিষ্যত নির্মাণে উভয়ের দায়িত্ব ও পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।