ববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের এখন প্রধান চাওয়া হলো, তারেক রহমানের নেতৃত্ব। বাংলাদেশের জনগণ তাকে দেশে ফিরিয়ে আনতে চায়।”
তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই সংকটময় মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের গণতান্ত্রিক সংস্কার ও পুনরুদ্ধারের পথ সুগম করতে পারি।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে একটি লক্ষ্যেই এগিয়ে চলুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আমাদের আচার-আচরণে সচেতন হতে হবে। এই নীতি মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আলোচনায় আরও বক্তব্য দেন: