আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে র্যাবের গুলি চালানোর প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, এ পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা।
এদিকে, আশুলিয়ায় আন্দোলনের সময় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় দুই সাবেক পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যা এবং পরে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
এর আগে, একই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।