চলতি মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় সদস্যের দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
দুই সিটি করপোরেশনের প্রশাসকদের আহ্বায়ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সদস্য সচিব করে তিনজন বিশেষজ্ঞসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন নিপসমের অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম ছারোয়ার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম এবং কীটতত্ত্ববিদ মো. রেজাউল করিম। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেফালি বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলোজিস্ট ড. তানজিন আক্তার এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান।