শিরোনাম

বিস্ফোরণে কাঁপল টেকনাফ, আতঙ্কিত এলাকাবাসী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : সংগৃহীত

সীমান্তসংলগ্ন মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের সংঘাতের ফলে বিমান হামলা ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে কেঁপে উঠেছে টেকনাফের বিভিন্ন এলাকা, সীমান্তের স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, পৌরসভা, টেকনাফ সদর এবং সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা জানিয়েছেন, নাফ নদীর ওপারে মিয়ানমারের অংশে থেমে থেমে বিমান হামলার শব্দ ভেসে এসেছে, যা সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মংডু শহরের উত্তর ও দক্ষিণাঞ্চলের কাছাকাছি এলাকায় বিকেলের দিকে আকাশে যুদ্ধবিমান দেখা গেছে। বিমানগুলো থেকে বোমা বর্ষণ করা হয়েছে এবং সেখানে আগুনের কুণ্ডলী দেখা গেছে।

টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার বাসিন্দা কেফায়েত উল্লাহ জানান, “বিমান হামলার শব্দে এলাকার মানুষ আতঙ্কে পড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে ভয় দেখা দিয়েছে।”

অন্যদিকে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কোনো রোহিঙ্গা বা চোরাকারবারি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ডের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।