শিরোনাম

আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নই। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তারা নির্বাচনে অংশ নেবে কিনা এবং ভবিষ্যতে ক্ষমতায় আসবে কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ও রাজনৈতিক দলগুলোই নেবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার জানান, ৪০ শতাংশের কম ভোট পেলে সেই আসনের নির্বাচন বাতিল করার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সুপারিশ করা হয়েছে। এটি কোনো পক্ষপাতমূলক উদ্দেশ্যে নয়, বরং নির্বাচনী পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্যই এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বিগত তিন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের বিচারের জন্য একটি কমিশন গঠনের সুপারিশও করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচার হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।