শিরোনাম

২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তাদের অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি আরও জানান, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের উদ্দেশ্যে আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।

সভায় নির্বাচন কমিশনের সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • নির্বাচন কমিশন
  • ভোটার তালিকা
  •