থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ তথ্য জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজ সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ জানাই, যেন আতশবাজি বা পটকা ফোটানো বন্ধে সচেতনতা বাড়ানো হয়।”
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় গাছ রক্ষায় নতুন একটি আইন প্রণয়ন করা হচ্ছে। এই আইনে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর বিষয়টিও নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। আইন কার্যকর হলে এতে শাস্তির বিধান অন্তর্ভুক্ত থাকবে।
পরিবেশ অধিদপ্তরের এ পদক্ষেপ পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।