শিরোনাম

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৈঠকের মূল এজেন্ডা:
১. নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০-এর বিধি ৩(২) অনুযায়ী, কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে চারটি পৃথক কমিটি গঠন।
২. ভোটার তালিকা হালনাগাদের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন।
৩. জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তির বিষয়ে কমিশনকে অবহিত করা।
৪. অন্যান্য বিষয়াদি।

উল্লেখ্য, এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

  • usharbani
  • ঊষারবাণী
  • নির্বাচন কমিশন
  •