শিরোনাম

বন্যার পূর্বাভাসের জন্য উজানের দেশগুলোকে চিঠি পাঠানো হয়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ফাইল ছবি

বন্যার পূর্বাভাস আগে থেকে পাওয়া গেলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। আকস্মিক বা বড় ধরনের বন্যার পূর্বাভাস দিতে চীন, ভারত, নেপাল ও ভুটানসহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) এক পর্যালোচনা সভা শেষে এ কথা জানিয়েছেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, গত ৫৩ বছরেও বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য আদান-প্রদানের কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এটি একটি মানবিক তথ্য এবং আন্তরিকতার অভাব না উদ্যোক্তা সংকটের কারণে এই সমঝোতা হয়নি, তা খতিয়ে দেখা জরুরি। এছাড়াও, ফেনী ও কুমিল্লায় বন্যা সংক্রান্ত গণশুনানি আয়োজনের পরিকল্পনার কথাও তিনি জানান।

রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার কোনো উন্নয়ন কাজ করবে না যা পরিবেশের ক্ষতি করে। নিকলি হাওড়ের ‘অল-ওয়েদার’ রোড পরিবেশের ক্ষতি নিরূপণের একটি মাপকাঠি হবে। হাওড় অঞ্চলের বাঁধ ও অবকাঠামো নির্মাণে সংস্কার উদ্যোগ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন ঘটনার সমর্থন করে না এবং বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এই সরকার নিয়ন্ত্রণমূলক নয়, তবে হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ঢালাও মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে রাখার পরামর্শ দেন তিনি।

  • usharbani
  • ঊষারবাণী
  •