সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই খবরটি নিশ্চিত করেছে। তবে, কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন বলে জানা গেছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর তৌফিক-ই-ইলাহী চৌধুরীও আত্মগোপনে চলে যান।
এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ১৩ আগস্ট থেকে দেশজুড়ে একাধিক মামলা শুরু হয়, যার ফলে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন গ্রেফতার হন।