সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রবিবার রাতের দিকে বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার সময় বিষয়টি নিশ্চিত করেন।
ডিবির একটি সূত্র থেকে জানা গেছে, ইমরান আহমদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সোমবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
গত ৩ সেপ্টেম্বর, পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে ইমরান আহমদের বিরুদ্ধে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ এবং মানবপাচারের অভিযোগ আনা হয়। মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তৎকালীন সচিবসহ আরও ১০৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আলতাফ খান, যিনি আফিয়া ওভারসিজের মালিক, নিজেকে ভুক্তভোগী দাবি করে বলেন যে, মন্ত্রী নিয়মের বাইরে গিয়ে মালয়েশিয়ায় লোক পাঠানোর প্রক্রিয়ায় জড়িত ছিলেন। তিনি অভিযোগ করেন যে, মন্ত্রী এবং তার সিন্ডিকেট জোরপূর্বক অর্থ আদায় করেছেন, যার মধ্যে তার ব্যক্তিগত ১২ কোটি টাকাও অন্তর্ভুক্ত।
আলতাফ খান আরও জানান, তিনি এই মন্ত্রীর নেতৃত্বাধীন চক্রকে মানবপাচারকারী সিন্ডিকেট হিসেবে দেখছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করেছেন। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের চুক্তি তিনি অনিয়মিতভাবে করেছিলেন, যেখানে চুক্তিটি হোটেলে বসে সম্পাদিত হয়।