স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) এ বিষয়ে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পাশে দেখা যায়, যখন এক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ প্রদর্শন করছিলেন। ওই ভিডিওতে আন্দোলনে গুলি চালানোর অদম্যতা প্রকাশ পায়।
জাহাঙ্গীর আলমকে ডামি নির্বাচনের কারিগর হিসেবে চিহ্নিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেছেন। তার শেষ দায়িত্বে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।