শিরোনাম

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে র‍্যাবের একটি দল সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টা ২২ মিনিটে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ফেসবুকে তার বাবার গ্রেপ্তারের কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান। আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেপ্তার হয়েছেন। তিনি পালিয়ে যাননি এবং কখনো পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’

সাদী আরও লেখেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহর কাছে আমার বাবার নিরাপত্তার জন্য দোয়া করবেন।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে নরসিংদী-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাদশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •