সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ঢাকার উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তার মেয়ে শায়লা চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তার বাবার ‘ইসকেমিক হার্ট ডিজিজ’ ছিল। গত বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ছেলে মাহী বি চৌধুরী জানান, মরদেহ এখন হাসপাতালেই রাখা হয়েছে। আজ সকাল ৯টায় সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বারিধারায় তার বাসভবনে নিয়ে যাওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা হবে।
আগামীকাল রবিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় সংসদের উপনেতা, বিরোধী দলীয় উপনেতা এবং ২০০১ সালে বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০২ সালে রাজনৈতিক কারণের জন্য তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।