শিরোনাম

সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনগুলোর প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার এসব কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল।

Krishibid Group Real Estate-ads