ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিবেদিতপ্রাণ কর্মী সোহানুর জামান নয়নের প্রথম জানাজা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীরা।
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে ঢাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট নিরলসভাবে কাজ করে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কর্তব্যরত অবস্থায়, রাত ৩টা ১৫ মিনিটে পানি সরবরাহের জন্য পাইপ বহন করার সময় সোহানুর জামান নয়ন একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোহানুর জামান নয়নের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামে। তার পিতার নাম আক্তারুজ্জামান। তিনি সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন এবং সাময়িকভাবে ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।
ফায়ারফাইটার নয়ন তার দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করেছেন। তার এই আত্মত্যাগ দেশবাসীর কাছে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।