শিরোনাম

বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক ক‍্যাম্পেইন চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাশত করা হবে না এবং কেউ এমন চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন জানান, ভারতীয় গণমাধ্যমের একটি অংশ বাংলাদেশি হিন্দু সম্প্রদায় নিয়ে বিভ্রান্তিকর ধারণা ছড়াচ্ছে। এই ভুল বোঝাবুঝি দূর করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে কেউ আক্রমণের শিকার হবে না, এ বিষয়ে সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বৃটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি এটিকে একপেশে আখ্যা দেন এবং জানান, এই বিষয়ে লন্ডনের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে।

ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের কয়েকটি সীমান্ত চেষ্টাকে উসকানিমূলক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

ঢাকা-দিল্লি সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “৫ আগস্টের আগের এবং পরের ভারতের সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের পরিবর্তনের সঙ্গে অভিযোজনের জন্য সময় প্রয়োজন। তবে আমরা পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন রেখে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।”

  • usharbani
  • ঊষারবাণী
  • পররাষ্ট্র উপদেষ্টা
  •