শিরোনাম

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলোকে ইতিবাচকভাবে দেখছে জাপা: জিএম কাদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো দলটি ইতিবাচকভাবে গ্রহণ করছে। রোববার (১ সেপ্টেম্বর) বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের জানান, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে বলে আশা প্রকাশ করেন। তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।

জিএম কাদের বলেন, প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি নির্বাচিত হওয়ার প্রস্তাব করা হয়েছে এবং প্রধান উপদেষ্টাকে এই পদ্ধতি কার্যকর করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও তিনি মন্তব্য করেন এবং সংবিধান পরিবর্তনের জন্য পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে বলে জানান।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250