খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে সরকার এবং এ বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাবে।
বার্তায় আরও বলা হয়, ১৮ সেপ্টেম্বর একজন ব্যক্তিকে গণপিটুনির পর তার মৃত্যুর ঘটনায় ঘটে যাওয়া হামলা ও প্রাণহানির ঘটনায় সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন ও পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও, জনগণকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ধ্বংসাত্মক কাজে জড়ানো দণ্ডনীয় অপরাধ। সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে। এই দলে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত থাকবেন।