দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ফারহা নাজ জামানকে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং সোলায়মান আলমকে চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফারহা নাজ জামান ও সোলায়মান আলমের নিয়োগ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তারা উভয়ই গ্রামীণফোনের ব্যবস্থাপনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব গ্রহণের আগে ফারহা নাজ জামান হেড অব মার্কেটিং এবং সোলায়মান আলম চিফ ডিজিটাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান নতুন সিএমও ফারহা নাজ জামানকে স্বাগত জানিয়ে বলেন,
“আমাদের গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনে ফারহার নিয়োগ একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। গ্রাহকদের সেবা প্রদানের অভিজ্ঞতা তাকে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছে। তিনি গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী উদ্ভাবনী পরিকল্পনা তৈরি করতে সক্ষম। তার অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব গ্রামীণফোনের ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যাবে।”
নতুন সিপিও সোলায়মান আলমের প্রশংসা করে আজমান বলেন,
“সোলায়মানের নিয়োগ আমাদের গ্রাহক-কেন্দ্রিক প্রোডাক্টস এবং সার্ভিস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পরিবর্তিত গ্রাহক চাহিদা বুঝে কার্যকর সমাধান দেওয়ার ক্ষেত্রে দক্ষ। তার নেতৃত্ব আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করবে এবং উদ্ভাবনী প্রোডাক্টস ও সেবার মাধ্যমে গ্রামীণফোনকে এগিয়ে নেবে।”
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় ফারহা নাজ জামান বলেন,
“গ্রামীণফোনের চলমান সাফল্যের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং গ্রাহক-কেন্দ্রিকতা ধরে রেখে আমরা সমাজের ক্ষমতায়নে কাজ করে যাব। এই অসাধারণ টিমের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত।”
সোলায়মান আলম বলেন,
“গ্রামীণফোনের প্রোডাক্টস ইকোসিস্টেম ও ডিজিটাল রূপান্তরের কাজ এগিয়ে নিতে এই পদ আমাকে দারুণ সুযোগ এনে দিয়েছে। আমরা মানসম্মত সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গ্রামীণফোনের মেধাবী টিমের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”