শিরোনাম

শুরু হলো হজের চূড়ান্ত নিবন্ধন, কমছে ব্যয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই নিবন্ধন প্রক্রিয়া সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হলে আর কোনো বাড়তি সময় দেওয়া হবে না, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে, সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পূর্বে প্রাক-নিবন্ধিত বা নতুন নিবন্ধনকারী যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

জানা গেছে, এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সৌদি সরকার ইতোমধ্যে বাংলাদেশের জন্য এই কোটা নির্ধারণ করেছে। কোটা পূর্ণ হলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাথমিক নিবন্ধন ফি ৩০ হাজার টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ববর্তী অথবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের মূল্যের বাকি অংশ নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি আরবের খরচ এবং বিমান ভাড়া অনুযায়ী ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় কমানোর চেষ্টা করা হবে।

সাধারণ প্যাকেজে হোটেল বা বাড়ির এক রুমে সর্বোচ্চ ৬ জন অবস্থানের সুযোগ থাকবে। তবে, প্যাকেজ আপগ্রেডের সুবিধা পাওয়া যাবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের মাধ্যমে হজযাত্রীদের পাঠানোর সুযোগ পাবে। হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া, হজ সংক্রান্ত কোনো তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে ফোন করা যাবে।

সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের জন্য সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার “সেল প্রসিডস অব হজ ডিপোজিট” নামে ০০০২৬৩৩০০০৯০৮ নম্বরের হিসাবে টাকা জমা দিতে হবে। প্রাথমিক নিবন্ধনের টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা করা যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তাদের নির্ধারিত এজেন্সির ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা করতে হবে।

ক্যান্সার, উন্নত পর্যায়ের হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমেনশিয়া এবং অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি, গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হজ নিবন্ধন না করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, হজের খরচ কমিয়ে ‘যৌক্তিক’ পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে, জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু হজের প্যাকেজ মূল্য বাড়ানোর জন্য কিছু সিন্ডিকেটের কারসাজি দেখতে পাচ্ছি। আমরা খরচ যৌক্তিক পর্যায়ে কমানোর জন্য মন্ত্রণালয়ের সাথে কাজ শুরু করেছি। কতটুকু কমানো যেতে পারে, সেই আলোচনা চলছে। তবে বর্তমান প্যাকেজ অনেক বেশি, তাই কমানো সম্ভব কিনা সেটির প্রাথমিক আলোচনা হয়েছে।”

  local-nogod-300-x-250