শিরোনাম

সীমান্ত দিয়ে অবৈধভাবে পালাচ্ছে হেভিওয়েট ব্যক্তিরা, যা বলছে বিজিবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

সম্প্রতি বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে। একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে তার উপস্থিতি। এই খবর প্রকাশের পর পুলিশ জানায়, সাবেক মন্ত্রী অবৈধভাবে দেশত্যাগ করেছেন। শুধু তিনি নন, আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, তারা কীভাবে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশত্যাগ করলেন?

এই ঘটনায় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এর দায় শুধু বিজিবির নয়। এ নিয়ে তদন্ত চলছে। কোন বিওপির আওতাধীন সীমান্ত দিয়ে তারা পালিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির কিছুটা দায় আছে। তবে শুধু বিজিবি এককভাবে দায়বদ্ধ নয়। কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছে তা তদন্তের আওতায় আনা হবে এবং এ বিষয়ে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

ডিজি আরও জানান, গত ৬ আগস্ট থেকে সীমান্তপথে পালানো রোধে বিজিবি নিজ উদ্যোগে পদক্ষেপ নিয়েছে। তবে অন্যান্য সংস্থা থেকে তথ্য পেলে কাজ আরও সহজ হতো। তিনি উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী বদির ক্ষেত্রেও অভিযান পরিচালনা করা হয়েছিল, যদিও শোনা যাচ্ছিল তিনি মিয়ানমারে পালিয়েছেন, কিন্তু তাকে শীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডিজি বলেন, আপনারাও যদি তথ্য সরবরাহ করেন, বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমরা দেশত্যাগের এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।

  • usharbani
  • ঊষারবাণী
  •